সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ বন্যার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে দদচাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। অসহায় মানুষের জন্য এই মানবিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করছেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, এর পরিকল্পনায় জেলা পুলিশের উদ্যোগে সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পুলিশের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউলকল মালিক গ্রুপ।

উল্লেখ্য; স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও এই সহযোগিতা করছে।

পোস্টটি শেয়ার করুন