সেনাবাহিনীর চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক জাহাঙ্গীর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

রাজশাহী ব্যুরো : সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার জালমাছমারী পূর্বপাড়া এলাকার শের মোহাম্মদ সেরুর ছেলে মোঃ জাহাঙ্গীর আলী (৪০)সহ তার আরো চার সহযোগীর বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা মোহাম্মদখানী গ্রামের মৃত হজরত আলীর ছেলে সাদিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ মোকাম-ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন যার মামলা নম্বর ৫৫৫সি/২০২২। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী বরাবর তদন্তের জন্য প্রেরন করেছেন।

মামলা সুত্রে জানা যায়, মামলায় বর্নিত এক নং বিবাদী প্রতারক মোঃ জাহাঙ্গীর আলী সেনাবাহিনীর উদ্ধতন অফিসারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে তার সহোযোগী শহিদুল ইসলাম,পিতা: ভাদু মিঞা,আব্দুল মান্নান ডলার,পিতা ঈসা,মোঃ নাসিরুল ইসলাম,পিতা: মৃত রবিউল, ত্রয়ের সাং: বালিয়াডাঙ্গা ও আবু সেলীম,পিতা: মোঃ সামসুদ্দীন, সাং: বালুগ্রাম সকলের থানা:নবাবগঞ্জ সদর চক্রের যোগসাজসে মামলার বাদী সাদিরুল ইসলাম তার শালা আব্দুল আজিজকে সেনাবাহিনীতে মালি পদে চাকরি নিয়ে দিতে পারবে বলে বলেন। এ সময় প্রতারক মোঃ জাহাঙ্গীর আলীসহ উপরোক্ত বিবাদী গনেরা বাদীকে সেনাবাহিনীর কল্যাণ তহবিলে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার)টাকা দিলে সেনাবাহিনীতে চাকরি দিতে পারবে বললে ৭/০৯/২০২১ই্ং তারিখে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখায় ১নং সাক্ষী মোঃ আব্দুল কাদের,পিতা:মৃত ইসরাইল,সাং: মহিপুর এর মাধ্যমে মোঃ জাহাঙ্গীর আলীর বরাবরে ২,০০,০০০/-(২ লক্ষ) টাকা প্রদান করেন। পরবর্তীতে বাদী সাদিরুল ইসলাম ২য় ঘটনার দিন ৮/০৯/২০২১ই্ং তারিখে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড চাপাইনবাবগঞ্জ শাখায় মোঃ জাহাঙ্গীর আলীর বরাবরে বাদী নিজেই ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে। এরপর মোঃ জাহাঙ্গীর আলীসহ বিবাদীগণ বাদী সাদিরুল ইসলাম ও তার শালাকে আরো বিশ্বাস স্থাপনের জন্য ঢাকায় নিয়ে যায় এবং মোঃ জাহাঙ্গীর আলী বাদী সাদিরুল ইসলামকে ও তার সালাকে ৩য় ঘটনার দিন তারিখ সময় ঢাকায় একখানা সেনাবাহিনীর লোগা সম্বলিত নিয়োগপত্র প্রদান করেন এবং আগামী ১০/১১/২০২১ ইং তারিখ সেনা সদর দপ্তরে যোগদানের কথা বলে। সেই সাথে বাকি টাকা তখনই প্রদানের জন্য বললে বাদী মোবাইল যোগে তার শাশুড়ির সঙ্গে কথা বলে ৩য় ঘটনার দিন ২৮/০৯/২০২১ই্ং তারিখে সময়ে মামলার ২য় সাক্ষী হান্নান,পিতা: মৃত আব্দুর রশিদ এর মাধ্যমে উক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখায় মোঃ জাহাঙ্গীর আলীর বরাবরে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা প্রদান করেন। পরবর্তীতে বাদী ও তার শালা ঢাকা থেকে চলে আসে এবং আগামী ১০/১১/২০২১ ইং তারিখ যোগদানের প্রস্তুতি নিয়ে থাকে এমতাবস্থায় ইং ০৮/১১/২০২১ তারিখ বাদীর নিকট আর একটি নিয়োগপত্র আসে সেখানে ১০/১১/২০২১ ইং তারিখের পরিবর্তে ২২/১২/২০২১ তারিখ যোগদানের নির্দেশ প্রদান করা হয়। বাদী বিষয়টি নিয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করলে বিবাদীগণ বিভিন্ন কথায় আস্বস্হ করে।পরবতীতে পুনরায় আরো ১টি নিয়োগ পএের মাধ্যমে বাদীকে জানানো হয় যে, আগামী ০৮/০২/২০২২ হইতে ২০/০৩/২০২২ ইং তারিখের মধ্যে ছকে উল্লেখিত ঠিকানায় যোগদানের জন্য বলা হলে বিষয়টি বাদীর সন্দেহের সৃষ্টি হওয়াতে ও বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তাদের অসংলগ্ন কথাবার্তায় বিভিন্ন মারফোতে খোজ নিয়ে জানতে পারেন যে, বিবাদীগন সম্পূর্ণ প্রতারনা মূলক ভাবে বিশ্বাস স্থাপন করে জাল কাগজাদী তৈরি করে বাদীর টাকা আত্মসাৎ করিয়াছে এবং উক্ত নিয়োগ পাত্রগুলি জাল। এ সময় বিবাদীর কাছে টাকা ফেরত চাইলে টাকাগুলো ফেরতে অস্বীকৃতি জানালে নবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরে করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

অন্যদিকে বিবাদীদের খোজ নিয়ে জানাযায়, বিবাদী গনেরা চাপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর চাকরির প্রলোভনে কয়েকজনের কাছথেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক জাহাঙ্গীর চক্র ।

এ চক্রের প্রতারনার স্বীকার আরো ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে থাকছে আগামী পর্বে…

পোস্টটি শেয়ার করুন