

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার গত এক বছরের সফলতা ব্যর্থতা, সেবা ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে উন্মুক্ত মতবিনিময়ের লক্ষ্যে পৌর নাগরিকদের নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই নাগরিক সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন।
নাগরিক সভায় পৌর মেয়র মতিউর রহমান খাঁন গত এক বছরের সফলতা, ব্যর্থতা, সেবা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন, মোফাজ্জুল ইসলাম, শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোকবুল হোসেন ফন্টু মিয়া, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেল, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সহ পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।