

নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের মাঝে একবেলা খাবার ও তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা টুমরো ফাউন্ডেশন চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা।
সোমবার ২০ জুলাই চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০০ শিশুর মাঝে দুপুরের খাবার পরিবেশন করে এবং শিশুদের হাতে শিক্ষা সামগ্রী হিসেবে বই খাতা কলম তুলে দেওয়া হয়। এছাড়া সবাইকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে সংগঠনটি।
সংগঠনের জেলা কমিটির সভাপতি রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাশরাফুল ইসলাম, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,মহিলা মেম্বার আলতানুর খাতুন,এসএ শ্যামল।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সিজার ও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সিহাব।অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাবুদ্দিন এবং রকি।
উল্লেখ্য “চলো বন্ধু বদলে যায়,মানবতার বিশ্ব চাই” স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা টুমরো ফাউন্ডেশন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছ।