সেভ দ্য টুমরো’র আয়োজনে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন


নিজস্ব প্রতিবেদকঃ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো ফাউন্ডেশন চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা ও শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন করেছে।
আজ শুক্রবার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম,মড়ল সর্দার,শিক্ষক,কাজী, এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়।
সেভ দ্যা টুমরো চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাশিদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সিজারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু।
এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী,কাশিয়াবাড়ি আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার আব্দুর রশিদ,কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল,বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সিহাব,সাবেক সভাপতি নাহিদ হাসান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রজেক্টেরের মাধ্যমে শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।