

মোঃ সিফাত রানা: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যলয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের সহযোগিতায় ১২০০ জনসাধারণ নিয়ে প্রথম রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল হক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা সহ শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।