সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গোমস্তাপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চারনেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব রহনপুর পিএম আইডিয়াল কলেজ সংলগ্ন খান আজহারুল উলুম মাদ্রাসায় গোমস্তাপুর উপজেলা, রহনপুর পৌরসভা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়ের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সাধারন সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মুরসালিন আলী।

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ছিলেন শুদ্ধ রাজনীতির পথিকৃৎ, দল ও দলের কর্মীদের নিকট তিনি ছিলের অনন্য আস্থার প্রতিক। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন তিনি। আমাদের প্রজন্মে এমন কর্মী বান্ধব নেতা বিরল।

আলোচনা সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা কর দোয়া পরিচালনা করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহবুল হোসেন মাহবুব, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তকিম হোসেন রিসাত বিশ্বাস সহ তিন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন