নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ মে শিবগঞ্জ সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিজিবি ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সোনামসজিদ কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক (রানা), দাইপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনম আব্দুল্লাহ হিল বাকী।
সভায় আরো উপস্থিত ছিলেন- সোনামসজিদ জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।