সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

ডিএম কপোত নবী,চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এর আয়োজনে অসহায় ও দুস্থ মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন-নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য-৪৩, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বিশেষ অতিথি ছিলেন; শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি, বন্দরের মোহাম্মদ বকুল, পানামা পোর্ট লিংকের মাইনুল ইসলাম, সিএন্ডএফ এ্যাসোসিয়েসানের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পরে সোনামসজিদ স্থল বন্দরে নির্মাণাধীন সেড পরিদর্শন এবং দিক নির্দেশনা দেন -ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

পোস্টটি শেয়ার করুন