সোনা মসজিদে স্বাগত জানানো হলো বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় আগত ভারতীয় অতিথিদের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ উপলক্ষে ভারত থেকে আগত প্রতিনিধি দলকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে মিলনমেলার কর্মসূচি।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশনে ভারত থেকে আগত প্রতিনিধি দলকে বাংলাদেশের পক্ষ হতে স্বাগত জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও আদিবা আনজুম মিতা এমপি, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল খান প্রমুখ।

অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মুঃ জিয়াউর রহমান বলেন; ভারত আমাদের প্রতিবেশী অকৃত্রিম বন্ধু। দুই দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ক আরো সৌহার্দপূর্ণ করে তুলবে বলে প্রত্যাশা করি। বাংলাদেশে তাদের আগমনে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে আগত অতিথিরা

আগত প্রতিনিধিরা আগামী ২৬,২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাংস্কৃতিক মিলনমেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভারতের প্রতিনিধি দলে থাকছেন ত্রিপুরা রাজ্য সরকারের উপ মুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব শর্মা, ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল, বিহার রাজ্য সরকারের মন্ত্রী সৈয়দ শাহনেওয়াজ হোসেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবিরসহ পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আগামীকাল সকার সাড়ে নয়টায় রাজশাহী সি এন্ড বি মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন আমন্ত্রিত অতিথিরা। পরে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল সাড়ে ১১ টায় রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা ও সন্ধ্যা ৭ টায় রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ- ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২
(২৫-২৮ ফেব্রুয়ারি)

পোস্টটি শেয়ার করুন