স্কুল পরিদর্শক জিয়াউল হকের নেতৃত্বে শিক্ষা সেবায় বদলে যাওয়া রাজশাহী শিক্ষা বোর্ডের ‘বিদ্যালয় শাখা’

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও বিস্তারে  রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক। ছুটে বেড়াচ্ছেন বোর্ডের অধিনস্থ শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের স্কুল সমূহে। নেই কোন ফাইলের জট, সেবা গ্রহণকারী আগত ব্যক্তিদের কোন হয়রানি নেই। তাঁর দক্ষতা ও যোগ্যতায় একটি শিক্ষাবান্ধব আস্থার প্রতিষ্ঠান হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা।

বোর্ড সূত্রে জানা যায়; মহা: জিয়াউল হক আদিনা ফজলুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক থেকে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডে স্কুল পরিদর্শক হিসেবে যোগদান করেন মাত্র চার মাস আগে। যোগদানের পরপরই দীর্ঘদিন থেকে স্থবির হয়ে থাকা স্কুল কার্যক্রমে আসে নতুন গতি। তিনি যোগদানের সময় দীর্ঘ সময় থেকে ১৪০০ ফাইল জমা ছিলো। বর্তমান স্কুল পরিদর্শক যোগদানের পরপরই সব ফাইলের নিষ্পত্তি করেন। এসব ফাইলগুলো ছিলো বিদ্যালয়ে পাঠদান, ম্যানেজিং কমিটি নবায়ন, কমিটি গঠন, সাবজেক্ট অনুমোদন, তদন্ত সংশ্লিষ্ট অতিব গুরুত্বপূর্ন বিষয় সমূহ।

এবছর এপ্রিল মাসের ৫ তারিখে ১৪তম স্কুল পরিদর্শক হিসেবে যোগদান করেন জিয়াউল হক। এ পর্যন্ত ৩০ টি স্কুলের শাখা অনুমোদন ও প্রায় দেড় শতাধিক স্কুল পরিদর্শন করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন এলাকায় ঝটিকা স্কুল পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়ন ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন।

প্রত্যন্ত অঞ্চলে স্কুল পরিদর্শনে মহা: জিয়াউল হক

বোর্ডের স্কুল পরিদর্শক শাখায় সবচেয়ে বেশি সমস্যা ম্যানেজিং কমিটি নিয়ে। স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন প্রভাব বিস্তারে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। ফলে সেই প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর৷ অনেক জায়গায় দীর্ঘদিন থেকে ম্যানেজিং কমিটিও হয় না, নানা জটিলতায়। বর্তমান স্কুল পরিদর্শক যোগদানের পরে বদলে গেছে সেই চিত্র।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শকের কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আসা ৭-৮ জন শিক্ষক। বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে স্কুল পরিদর্শকের সাথে কথা বলছেন, তাদের অভিযোগ শুনছেন মনোযোগ দিয়ে। বর্তমান স্কুল পরিদর্শকের কর্মতৎপরতা ও আন্তরিকতা নিয়ে খুশি বোর্ডে আসা শিক্ষকবৃন্দ।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মহাঃ জিয়াউল হক বলেন; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ঘোষিত নির্দেশনায় শিক্ষা বোর্ডের সমস্ত কাজ পেপারলেস পুরোপুরি ডিজিটাল করতে চাই। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। দূরদূরান্ত থেকে যাতে শিক্ষকদের কষ্ট করে বোর্ডে আসতে না হয়, স্কুলে বসে থেকেই বোর্ডের যেকোনো কাজের জন্য পেপার সাবমিট করবেন। বোর্ডে এসে কোন শিক্ষক যাতে ঘুরে না বেড়ায়।

তিনি বলেন- স্কুলের ম্যানেজিং কমিটি বা বোর্ডের যেকোনো কাজের জন্য একটাকাও খরচ করতে হয় না। সোনালী সেবার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বোর্ডের সেবা প্রদান করা হচ্ছে। সেবা নিতে আসা বেশিরভাগ হলেন শিক্ষক, তাঁদের মর্যাদা অক্ষুন্ন রাখতে আমার সেবার দরজা উন্মুক্ত সবসময়।

উল্লেখ্য; মহাঃ জিয়াউল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২৬তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে। সর্বশেষ তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার্থীদের মাঝেও তিনি অনেক জনপ্রিয় শিক্ষক।

পোস্টটি শেয়ার করুন