স্পেনে মাস্ক বিরোধী বিক্ষোভ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়েছে তারা।

একইসঙ্গে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সদ্য আরোপ করা আরও কিছু বিধিনিষেধের বিরুদ্ধেও রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জনতা।

ছবিতে মাদ্রিদ সিটি সেন্টারের প্লাজা কোলনে লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভে জড়ো হন।

বিবিসি জানায়, স্পেনে গত মে মাসে প্রথমত গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। পরে দেশজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

দুইদিন আগে স্পেন সরকার দেশজুড়ে নতুন আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে জনসমাগম এলাকায় নিষিদ্ধ করা হয়েছে ধূমপান। এরপরই মানুষ এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পথে নামল।

স্পেনে তিন মাসের লকডাউন জুনের শেষদিকে উঠে যাওয়ার পরই দেশটিতে আবার নতুন করে বেড়েছে করোনাভাইরাস সংক্রমণ। এখন পর্যন্ত স্পেনে ২৮ হাজার ৬শ’র বেশি মানুষ মারা গেছে।

পোস্টটি শেয়ার করুন