স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ডা: গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড: ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা: সাইফ জামান আনন্দ সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন