নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অহংকার স্বপ্নের পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরির পিছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন – রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, কাজী লিংকন, মেসবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সহ বিভিন্ন হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, অনুষদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী।