মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে রামেবির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত রামেবির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অলোচনা সভায় সভাপতিত্ব করেন; উপাচার্য অধ্যাপক ডা এ জেড এম মোস্তাক হোসেন।

রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী কামাল, রাজশাহী মেডিকেল কলেজর অধ্যক্ষ ও রামেবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ নওশাদ আলী।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ডা: এ জেড এম মোস্তাক হোসেন বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তার ঐতিহাসিক ৭ মার্চের ১৮ মিনিটের ভাষনের মাধ্যমে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ও বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমার বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র পাই।

তিনি আরো বলেন; বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার লক্ষে কাজ করে চলেছেন আর তারি ধারাবাহিকতায় নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মত বৃহদ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাংলাদেশে নজিরবিহীন।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন; রামেবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা মোঃ নওশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা মোঃ আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী কামাল।

আলোচনা সভা শেষে নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে “মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের চলমান অগ্রগতির ধারা “আলোচ্য বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলেদেন অতিথি বৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন; রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, রামেবির পরিচালক (অ.হি.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবিব, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. সারওয়ার জাহান, কলেজ পরিদর্শক (আ.দা) অধ্যাপক ডা মোঃ জাওয়াদুল হক, উপ-রেজিস্ট্রার ডা.আমিন আহমেদ, সহকরী-রেজিস্ট্রার (চ.দা) মো. রাসেদুল ইসলাম, উপাচার্যের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো. ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো. নাজমুল হোসাইন, উপ- পরিচালক (অ.হি) মো: আক্তার হোসেন, সহকারী পরিচালক (অ.হি.) মো. মফিজ উদ্দিন, সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আমীর হোসেন, কবির আহমেদ, মোসা. সিমা আক্তার, মো. মেহেদী মাসুদ সানি, মো. আসরাফুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. গোলাম রহমান, মো. আব্দুস সোবহানসহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী।

পোস্টটি শেয়ার করুন