স্বাধীনতা দিবসে বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।

শনিবার সকালে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে কুইজ, ক্রীড়া প্রতিযােগিতা, আলােচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুুদুর রহমান আলাপ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ দুরুল হোদা, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুঃ মাহাবুব আলম সিদ্দিকী, মোঃ দুরুল হোদা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, সাংগঠনিক সম্পাদক মোহবুল ইসলাম মাহবুব প্রমুখ।

বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মাওলাসহ অন্যান্য নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন