

ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।
তিনি গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন।
অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘মুজিব’স বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৬ মার্চ ২০২৩) সকালে গণভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন