স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক প্রকাশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান; আমরা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ পরিবার, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক এর অকাল প্রয়াণে শোকাভিভূত এবং বাকরুদ্ধ। আমরা মনে করি, বাবু নির্মল রঞ্জন গুহ’র এই মহাপ্রস্থান আমাদের জন্য অপূরণীয় এক ক্ষতি। আমরা স্বর্গীয় নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য; বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বল রঞ্জন গুহ ২৯ জুন, ২০২২, বুধবার সকাল ১০:৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্রসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পোস্টটি শেয়ার করুন