সড়ক দুর্ঘটনায় মেরুদন্ড অক্ষম হয়ে শয্যাশায়ী অসহায় বাবু’র চিকিৎসার দায়িত্ব নিলো টিপিবি

বিশেষ প্রতিনিধি: ৪ বছর থেকে শয্যাশায়ী, মেরুদণ্ড কাজ করেনা ৩৫ বছরী বয়সী মাহমুদুল হাসান বাবুর।
২০১৬ সালে এক সড়ক দুর্ঘটনায় মেরুদন্ড অক্ষম হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের সাধারণ কৃষক মোশাররফ হোসেনের ছেলে বাবু।
৪ বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। মেরুদন্ড অক্ষম হয়ে প্রচন্ড ব্যাথা নিয়ে শয্যাশায়ী ও অনুভূতিহীন অবস্থায় পড়ে থাকে।
এই অবস্থায় অসহায় এই মানুষটির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিলো মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।
সোসাল মিডিয়ার মাধ্যমে শয্যাশায়ী বাবুর অসহায় মানবেতর জীবনের কথা জানতে পেরে আজ সরাসরি তার বাড়িতে উপস্থিত হয় টিম পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ডাকসু জিএস গোলাম রাব্বানী, কেন্দ্রীয় সদস্য ও মানবিক কর্মকর্তা মোঃ সেফাউর রহমান, নারীনেত্রী কেয়া রহমান।
শয্যাশায়ী বাবুর বাড়ীতে তারা উপস্থিত হলে তার পরিবারের লোকজন কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়ে।
বাবুর পরিবার জানায়,প্রায় ৩ লক্ষ টাকা হলেই চিকিৎসা শেষে স্বাভাবিক জীবন ফিরে পাবেন মাহমুদুল হাসান বাবু।৪ বছর থেকে নিথর হয়ে পড়ে আছে কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারিনি।
এসময় বাবুর বাবা মা উপস্থিত টিম পজিটিভ সদস্যদের জন্য দোয়া করেন।