হংকংয়ে রপ্তানি হলো চাঁপাইনবাবগঞ্জের আম্রপালি আম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের এক মেট্রিক টন আম্রপালি আম হংকংয়ে রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার এমটিবি নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এ আম হংকংয়ে পাঠানো হয়।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আমচাষি আহসান হাবিব আমগুলো ঢাকায় পাঠান।

এর আগে এ বছর আরও দুই মেট্রিক টন ল্যাংড়া ও ক্ষীরসাপাতি আম রাশিয়া ও সুইজারল্যান্ডে রপ্তানি করেছেন বলে জানিয়েছেন আহসান হাবিব।

তিনি বলেন, ‘এবার আম রপ্তানি হয়েছে গত বছরের চেয়ে কম। আমরা প্রধানত রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে আম পাঠিয়ে থাকি। কিন্তু এ বছর আমাদের কাছ থেকে বেশি আম কিনছে না প্রতিষ্ঠানগুলো।’

শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক শামীম খানও যুক্তরাজ্যে আম পাঠিয়েছেন। তিনি বলেন, ‘এ বছর ইংল্যান্ডে আম্রপালি ও ক্ষীরসাপাতি আম পাঠিয়েছি। আমাদের আম ফ্রুট ব্যাগিং করা ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত।’

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘এ বছর শিবগঞ্জ উপজেলা থেকে ৭ জুলাই পর্যন্ত ৩১ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়েছে। নতুন করে আমাদের আমের বাজারে যুক্ত হয়েছে রাশিয়া ও হংকং। পরে রপ্তানির পরিমাণ আরও বাড়তে পারে।’

গত বছর ৫১ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছিল জানিয়ে শরিফুল ইসলাম বলেন, এবার এখানে আমের দাম বেশি। তাই রপ্তানির পরিমাণ কম বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন