

হাসান রশিদুজ্জামান বিপ্লবঃ সেই ১৮৯৭/৯৮ সালের কথা।নিউইয়র্কের দু’টি পত্রিকার মধ্যে তখন তুমুল প্রতিযোগিতা।একটির নাম নিউ ইয়র্ক ওয়ার্ল্ড,অন্যটির নিউ ইয়র্ক জার্নাল।
১৮৯২ সালে শিকাগোর ইন্টার ওশান জার্নাল তখন মূল পত্রিকার সঙ্গে রবিবারের বিশেষ সংখ্যায় এক পৃষ্ঠার সাপ্লিমেন্ট ছাপা শুরু করে।যা কমিকসে/ব্যঙ্গ-কৌতুকে ভরপুর থাকতো।তাদের দেখে জোসেফ পুলিৎজারও তাঁর নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে রবিবারের বিশেষ সংখ্যায় সাপ্লিমেন্ট ছাপানো শুরু করলেন।রঙিন।কমিকসে্র জনক রিচার্ড আউটকল্ট পুরো এক পৃষ্ঠা জুড়ে ‘হলুদ গাউন পরা টাকমাথা বাচ্চা’র নানারকম অঙ্গভঙ্গি ও জবানিতে ব্যঙ্গাত্মক কৌতুক যা ভীষণ জনপ্রিয়তা পায়।(ছবি-ফিচার ছবি)
সমাজের নানাবিধ অসঙ্গতিপূর্ণ প্রতিবেশ,আচরণের অসংলগ্নতা,রাজনীতিবিদ ও উচ্চপদাধিকারীদের ভাড়ামি নিয়ে কৌতুককর কমিকস্ ওয়ার্ল্ডের কাটতি ৩ লাখ থেকে এক বছরেই ১৫ লাখে পৌছে যায়।
আগেই বলেছি,ওয়ার্ল্ডের প্রধান প্রতিযোগী কিংবা প্রতিদ্বন্দ্বী পত্রিকা হার্স্টের নিউ ইয়র্ক জার্নাল।১৮৯৮ সালে কমিকসে্র জনক রিচার্ড আউটকল্টকে হার্স্ট ওয়ার্ল্ড থেকে জার্নালে ভাগিয়ে আনে।এখান থেকে ওয়ার্ল্ড এবং জার্নালের মধ্যে একটা শত্রুতা শুরু হয়।এবং বিভিন্ন বিষয়ে যেমন তেমনি পরস্পরের বিরুদ্ধেও নানাবিধ কমিকস্ ছাপতে থাকে পুলিৎজার ও হার্স্টের পত্রিকা।হলুদ রঙে।
হলুদ গাউন পরা টাক মাথার বাচ্চাটা নিউইয়র্কারদের কাছে বিখ্যাত হয় ‘দি ইয়েলো কিড’ নামে।যেখানে সত্যের সঙ্গে প্রতিপক্ষকে ঘায়েল করবার উদ্দেশ্যে অতিরঞ্জিত করে পরিবেশিত হতো বহুবিধ বিবাদমান বিষয়-আশয়।
আউটকল্ট জার্নালে চলে গেলে জন লুকস নামে একজনকে পুলিৎজার দায়িত্ব দিলেন ওয়ার্ল্ডের ইয়েলো কিডকে চালিয়ে নেবার।প্রতি রবিবারেই জমে উঠলো ওয়ার্ল্ড এবং জার্নালের দুই ইয়েলো কিডের কমিকস্-যুদ্ধ।যার জন্য নিউইয়র্কাররা সারা সপ্তাহ মুখিয়ে থাকতো।
এভাবেই প্রারম্ভ হলুদ সাংবাদিকতার।
কিংবদন্তি সাংবাদিক জোসেফ পুলিৎজার (১০ এপ্রিল,১৮৪৭ –২৯ অক্টোবর,১৯১১)প্রকাশক ও সম্পাদক ছিলেন নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার।
উইলিয়াম র্যানডলফ হার্স্ট (২৯ এপ্রিল,১৮৬৩–১৪ আগস্ট,১৯৫১) ছিলেন নিউ ইয়র্ক জার্নাল পত্রিকার প্রকাশক এবং সম্পাদক।
রিচার্ড এফ.আউটকল্ট ( জানুয়ারি,১৯৬৩ –২৫ সেপ্টেম্বর,১৯২৮) আমেরিকান কার্টুনিস্ট।কমিকসে্র জনক।
লেখাঃ
হাসান রশিদুজ্জামান বিপ্লব
সাহিত্য,ইতিহাস এবং রাজনীতি বিজ্ঞানের অনুসন্ধিৎসু পাঠক ও
সাবেক শিক্ষার্থী
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।