নিজস্ব প্রতিবেদক: রাবিতে চান্স প্রাপ্ত ইমরান হোসেনকে নিয়ে ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই শিক্ষার্থীর লেখাপড়াসহ থাকা খাওয়ার খরচ বহন করার ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ রবিবার রাসিক মেয়রের নির্দেশনায় হল প্রশাসনের মাধ্যমে ইমরানকে শহীদ সোহরাওয়ার্দী হলের ৪৮০ নং রুমে সিট প্রদান করা হয়।
এ বিষয়ে ইমরান বলেন, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় মেয়রের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।অনেক দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পেলাম। রাসিক মেয়রের আশ্বাসে আমি ও আমার পরিবার অনেক খুশি।
উল্লেখ্য, ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। আট সন্তানের মধ্যে পঞ্চম। দারিদ্রতা ঠেকাতে পারেনি অদম্য মেধাবী ইমরান হোসেনের পথচলা। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস শুরু হবে।