রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ গেলো এক মোটরসাইকেল চালকের।
৯ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২)। তিনি নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটাদীঘির মৃত কালাম ইসলামের ছেলে।
জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। পরে রুবেলের মরদেহ পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্বজনরা জানায়, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী পুত্র সন্তান জন্ম দেয়। রুবেল সেখান থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।