১০ দফা দাবিতে উপাচার্য বরাবর রাবি ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

ট্রিবিউন ডেস্ক: অনতিবিলম্বে রাকসু নির্বাচন, শিক্ষার্থীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে নিয়ম শৃঙ্খলা আইন সংশোধন, সান্ধ্য আইন বাতিল সহ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রবিবার দুপুরে প্রশাসন ভবনে রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এর হাতে এই স্মারকলিপি প্রদান করে বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ১০ দফা দাবি গুলো হলো; ১. অনতিবিলম্বে রাকসু নির্বাচন। ২. শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা আইন দ্রুত সংশোধন করতে হবে। ৩. সান্ধ্য আইন বাতিল করতে হবে। ৪. ছাত্র সংগঠন থাকা যাবে না বলে যে বিবৃতি প্রদান করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। ৫. প্রক্টরিয়াল ক্ষমতা শুধু প্রক্টরিয়াল সদস্যদের হাতে থাকবে। অন্য কর্মকর্তাদের হাতে এই ক্ষমকা প্রদান করা যাবে না। ৬. মেয়েদের হল গুলোতে নির্দিষ্ট প্রয়োজনে অভিভাবক ও অতিথিদের থাকার অনুমতি দিতে হবে। ৭. মেয়েদের হল গুলোতে কর্মকর্তা-কর্মচারী-আয়া রা শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ৮. হল গুলোতে ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি করতে হবে। ৯. ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবারের মান বৃদ্ধি ও খাবারের মূল্য নির্ধারন করতে হবে। ১০. সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত করে নিরাপত্তা জোরদার করতে হবে।

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি রাসেল, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমরান খান নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন