১২তম চাঁপাই উৎসবঃ রাজধানীর বুকে এক খন্ড চাঁপাইনবাবগঞ্জ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ “চলো জি ভাই, চাঁপাই উৎসবে যাই” স্লোগানে দিনভর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার বুকে পালিত হলো ১২তম চাঁপাই উৎসব। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিনত হয়েছিলো এক খন্ড চাঁপাইনবাবগঞ্জ। জেলার বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের পদাচরনায় মুখরিত হয়ে উঠেছিলো রমনার এই চত্বর।

৪ মার্চ সকাল ৯ টায় উৎসব শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সকালের খাবার কালাই রুটি পরিবেশনের মাধ্যমে, অনুষ্ঠান স্থলেই তৈরি করা হয় কালাই রুটি ।

চাঁপাই উৎসবে মূল আকর্ষণ ছিরো কালাই রুটি

১০ টায় উদ্বোধন করা হয় মুল অনুষ্ঠানের। পরে গুনীজনদের সম্মাননা প্রদান করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য মরহুম খালেদ আলী মিঞা কে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা। তাঁর পক্ষে ছেলে সম্মাননা গ্রহণ করেন।

শুরু হয় আলোচনা পর্ব, চলে দুপুরের খাবারের বিরতি পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, ইঞ্জিনিয়ার মাহতাবউদ্দিন, ডিএমপি যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ উজির আলী।

দুপুরের খাবারের পর শুরু হয় ২০তম বার্ষিক সাধারন সভা। সাধারণ সভা শেষে সমিতির পক্ষ থেকে ছাত্রবৃত্তি, পুরস্কার বিতরণ ও ঐতিহ্য বাহী খাবার আন্দাসা পরিবেশন করা হয়।

সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে দর্শকদের মন জয় করেন জেলার কৃতি সন্তান ডিএমপি যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। এছাড়াও পুলিশ সুপার আসাদুল ইসলাম আসাদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি তৌহিদুল ইসলাম তৌহিদের গানে মুগ্ধ হয় দর্শকরা। গভীররাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁপাই উৎসবে অংশগ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের উপস্থিত হয় এই আনন্দে শরিক হতে।

পোস্টটি শেয়ার করুন