রাবি প্রতিনিধিঃ চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের তিন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফলে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাসরিন শামা, দ্বিতীয় জান্নাতুন নাঈম মিতু এবং চতুর্থ ঈশরাত জাহান আশা। একই বিশ্ববিদ্যালয়ের আইনের ৩৭ ব্যাচের আতিয়ারা খাতুন হয়েছেন পঞ্চম।
গতবারের বিজেএস পরীক্ষাতেও রাবি থেকে মেধাতালিকায় প্রথম হয়েছিলো। এবারের বিজেএস পরীক্ষায় রাবি থেকে শীর্ষ দশের মধ্যে চারটি সহ ১৮ জন সহকারী জজ হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাবির এমন সাফল্যের প্রশংসা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। বিজেএস এর মতো বিসিএসসহ সকল গুরুত্বপূর্ণ বিভাগ ও গবেষণায় রাবি শিক্ষার্থীদের সফলতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছে রাবির শিক্ষক – শিক্ষার্থীরা।