১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় শহরের টাউন ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোসাঃ হালিমা খাতুন।