২য় মৃত্যুবার্ষিকীতে সাবেক এমপি তাজুলের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ২য় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুমের কবর জিয়ারত করেন মেয়র।

এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতে পূর্বে মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও সার্বিক খোঁজখবর নেন সিটি মেয়র।

এছাড়াও কবর জিয়ারত করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক হোসেন লিমনসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন