রামেবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

ট্রিবিউন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজের ২০২১—২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন; রামেবির উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন- পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই এই মেডিকেল কলেজ থেকে শুধু একজন এমবিবিএস ডাক্তার না, তোমরা হবে মানবিক ডাক্তার। তোমরা সৎ, নিষ্ঠ ও নৈতিকতা সম্পন্ন চিকিৎসক হবে।

এছাড়া ওরিয়েন্টশনে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আরো বক্তব্য দেন- অধ্যাপক ডা. মো: নওশাদ আলী ডিন, মেডিসিন অনুষদ, রামেবি ও অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার, অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচাল ব্রিগেডিয়া জেনারেল শামীম ইয়াজদানী, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্ত—কর্মচারীবৃন্দ।

এর পর দুপুরে উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন রাজশাহী নার্সিং কলেজ ও বারিন্দ মেডিকেল কলেজের ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন