২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে পতাকা উত্তোলন ও দোয়া করেছে রহনপুর পৌর আওয়ামী লীগ


গোমস্তাপুর প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান সহ শাহাদত বরণকারী শহীদদের স্মরনে পতাকা উত্তোলন ও দোয়া খায়ের করেছে রহনপুর পৌর আওয়ামী লীগ।
আজ সকাল ৮ টায় চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর কলোনী মোড়স্থ গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া খায়ের করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ,সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনসুর আলী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাসরিফ আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।