২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল
রাজশাহী প্রতিনিধি:২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে পশ্চিম রাজশাহী শ্রমিক লীগ।
রোববার বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় পশ্চিম রেলের শ্রমিক লীগ নেতারা বলেন, রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। অবিলম্বে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন; রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি ওয়ালি খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার আলী রেল শ্রমিক লীগ ওপেন লাইন শাখা সভাপতি জহুরুল ইসলাম অতিরিক্ত সম্পাদক জয়েদ হোসেন সহ-সভাপতি মান্নান বাবু যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম সহ-সম্পাদক আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার সহ সম্পাদক হাবিবুর রহমান হবি সহ-সাংগঠনিক সম্পাদক তাজমুল হক সুজন সদস্য আজমুল হক রাজু সদস্য সাব্বির হোসেন, সদস্য মামুন, রাব্বি সহ রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ।