২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ‘বাংলার সমৃদ্ধি’

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

ট্রিবিউন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বীমা কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২ মার্চ অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় জাহাজটি। এতে নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান। পরে জাহাজটিতে আটকে পড়া ২৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

ওই হামলার পর থেকে জাহাজটি ইউক্রেনের বন্দরেই পড়ে ছিল। হামলার পর ক্ষতিপূরণ বাবদ বিদেশি কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার দাবি করে মালিকপক্ষ। বিএসসি কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করা হয়েছিল তা পাওয়া গেছে।

পোস্টটি শেয়ার করুন