ফয়সাল আহমেদ রুনুঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সহ-সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ ও ছাত্রবৃত্তি সম্পাদক টগর অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় ক্লাস করার উদ্দেশ্যে মাদারবখ্শ হল থেকে নিজ বিভাগের দিকে রিকশাযোগে যাচ্ছিলো, পথিমধ্যে জিয়া হল ও হবিবুর রহমান হলের মাঝামাঝি জায়গায় আগে থেকে ওত পেতে থাকা ছাত্রশিবিরের ক্যাডাররা পিছন দিক থেকে ভীরু কাপুরুষের মতো বর্বরোচিত হামলা করে আমাদের ভাই মাসুদ ও টগরকে লক্ষ্য করে।শিবিরের ক্যাডারেরা মাসুদের একটি পা সম্পুর্ন আলাদা করে ফেলে শরীর থেকে, আর মাসুদ ও টগরের ৩ হাত-পায়ের রগ কেটে দেয় নির্মমভাবে।
আইসিইউতে দীর্ঘ দিন মৃত্যুর সাথে লড়াই করে মাসুদ ফিরে আসে আমাদের মাঝে, আর টগরও সুস্থতা লাভ করে ধীরে ধীরে।
মাসুদ ও টগরের ওপর হামলাকারী শিবির ক্যাডারদের শাস্তি নিশ্চিত করে বিচারকাজ দ্রুত শেষ করার আহবান জানাচ্ছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইতিহাস যতদিন থাকবে সেই ইতিহাসে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ছাত্রনেতা মাসুদ ও টগরের জন্য নিরন্তর শুভ কামনা।
____________
লেখাঃ
ফয়সাল আহমেদ রুনু
সাধারণ সম্পাদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।