৩১০০ জনকে নিয়োগ দিবে টিএমএসএস

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ২২, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটিতে সিনিয়র সুপারভাইজার ও ফিল্ড সুপারভাইজার পদে মোট ৩১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম:
সিনিয়র সুপারভাইজার ও ফিল্ড সুপারভাইজার।

পদসংখ্যা:

সিনিয়র সুপারভাইজার পদে ৬০০ জন,

ফিল্ড সুপারভাইজার পদে ২৫০০ জন।

শিক্ষাগত যোগ্যতা(শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর):

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ এইচএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সরাসরি ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে মাঠপর্যায়ে বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন:
সিনিয়র সুপারভাইজার সর্বসাকুল্যে ২৭,২৩২টাকা। শিক্ষানবিশকালে ২১,৬০০ টাকা ও অন্যান্য সুবিধা।

ফিল্ড সুপারভাইজার সর্বসাকুল্যে ২৩,৯৭৬ টাকা। শিক্ষানবিশকালে ১৮,৬৩০ টাকা ও অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ জুন, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

পোস্টটি শেয়ার করুন