৮ অক্টোবর থেকে আবারো চলাচল করবে রহনপুর-রাজশাহী গামী কমিউটার ট্রেন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে চালু হচ্ছে রহনপুর-রাজশাহী- ঈশ্বরদী রুটে চলাচল কারী কমিউটার ট্রেন।

আগামী ৮ অক্টোবর থেকে চালু হচ্ছে ট্রেনটি।
৬ অক্টোবর রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রহনপুর-রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী ৫৭/৫৮/৭৭/৭৮ নং ট্রেনটি ৮ অক্টোবর থেকে নিয়মিত চলাচল করবে।
সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে কমিউটার ট্রেনটি বন্ধ ছিলো। বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হলেও কমিউটার ট্রেনটি বন্ধ ছিলো।

গত কয়েকদিন থেকে রহনপুরসহ চাঁপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ট্রেনটি চলাচলের দাবিতে মানববন্ধন ও সভা সমাবেশ করে।

পোস্টটি শেয়ার করুন