

ডেস্ক নিউজ:সিরাজগঞ্জ সলঙ্গা উপজেলার চক চৈত্রহাটি গ্রামে ০৮ বছর বয়সী মেয়েকে ধর্ষনের চেষ্টাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার ১৬ অক্টোবর ১১.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন মিরপুর দক্ষিন পাড়ায় এক অভিযান পরিচালনা করে ০৮ বছর বয়সী মেয়েকে ধর্ষনের চেষ্টাকারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী একই গ্রামের রমজান আলী(৫০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষনের চেষ্টাকারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন