ট্রিবিউন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডের পিতা প্রবোধ পান্ডে এর শ্রাদ্ধ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় বাঘার নিজ বাসভবনে শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শ্রাদ্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় প্রয়াত প্রবোধ পান্ডের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজ, উদ্দিন, কর্ণেল (অবঃ) রমজান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.