

মোঃ রাকিব হোসাইন রানা, বেড়া,পাবনা: কাজিরহাট ফেরির টিকিটের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা থাকলেও কাউন্টার মাস্টাররা অতিরিক্ত আরও ১৪ টাকা বেশি নেয়ার অভিযোগ করেন ফেরির যাত্রীরা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম নিয়মিত তদারকির অংশ হিসেবে আজও অভিযান পরিচালনা করেন কাজিরহাট ফেরি কাউন্টারে।
সেখানে হাতেনাতে ৩৬ টাকার ভাড়া ৫০ টাকা নেয়ার প্রমাণ মেলে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে কাউন্টার মাস্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বলেন,কাজিরহাট ফেরি ঘাটে ফেরির ভাড়া বেশি নেয়ার প্রমাণ মেলায় কাউন্টার মাষ্টারকে আটক করা হয়েছে।আজ সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।পরবর্তীতে এমন অতিরিক্ত টিকিটের মূল্য নেয়ার প্রমাণ মিললে কোন জরিমানা হবে না সরাসরি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।