কাল গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন: এগিয়ে আছেন যারা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: কাল ৮ মে প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন, গোমস্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন (আনারস) বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা (ঘোড়া) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন (মোটরসাইকেল) ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম( কাপ পিরিচ)।

ভোটের প্রচারণার শেষ দিন পর্যন্ত প্রচারণায় এগিয়ে ছিলেন বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী হুমায়ুন রেজা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই সরব। তবে আ’লীগের একটি পক্ষ সমর্থন করছেন বিএনপির বহিস্কৃত নেতা ও আনারস প্রতীকের প্রার্থী আশরাফ হোসেন। তার পক্ষে বিএনপি নেতাকর্মীদের একটি অংশও কাজ করছে। মূলত ঘোড়া ও আনারস প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন, তারা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (চশমা) ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু (টিউবওয়েল), সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল (তালা), যুবলীগ নেতা মাসুদ পারভেজ (মাইক) ও সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোকসেদুর রহমান (টিয়াপাখি)।

এই পদে এগিয়ে আছেন তালা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বুলবুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন, মনিরা খাতুন (সেলাই মেশিন), জোহনা খাতুন (ফুটবল) শামীমা বেগম (কলস), শিরিন আকতার (পদ্মফুল), সুলতানা খাতুন (হাঁস) ও শামীমা জাহান সারা (পাখা)।

এই পদে পাখা প্রতীকের শামীমা জাহান সারা ও পদ্মফুলের শিরিন আকতারের মুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

আগামীকাল ৮ মে বুধবার উপজেলার ৮৯ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।
এরমধ্যে পুরুষ ভোটের ১লক্ষ ১২ হাজার ৫৯২ জন ও মহিলা ভোটার রয়েছে ১লক্ষ ১৩ হাজার ৪৩৭ জন।

পোস্টটি শেয়ার করুন