গোমস্তাপুর উপজেলা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ ও সর্বমোট এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়ের নেতৃত্বে এই বৃক্ষরোপণ করা হয়।

একই দিন সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ হোস্টেল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন কলেজ শাখা ছাত্রলীগ।

এসময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন ও সাধারণ সম্পাদক মুরসালিন আলীর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন বলেন; চলমান তাপপ্রবাহ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যহত করছে। এরকম পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছরই লক্ষাধিক গাছ রোপণ করে আসছে। তারই ধারাবাহিকতায় তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য(SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা কলেজ ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে বৃক্ষরোপণ করেছি এবং তা যথাযথ পরিচর্যার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন