খালেদ মাসুদ পাইলটের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া নিবাসী, সাবেক ফুটবলার মরহুম শামসুল ইসলাম মোল্লার স্ত্রী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মাতা নার্গিস আরা বেগম (৭৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নার্গিস আরা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন