গােমস্তাপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গােমস্তাপুর ৪০ বােতল ফেন্সিডিলসহ কামরুজ্জামান (৪০) নাম এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজলার রহনপুর- বোয়ালিয়া সড়কের মকরমপুর বীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুজ্জামান জেলার শিবগঞ্জ উপজলার বিনােদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের এরফান আলীর ছেলে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মােজ্জামেল হক জানান, গােপন সংবাদর ভিত্তিতে উপজেলার রহনপুর- ভােলাহাট সড়কের মকরমপুর বীজ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বাতল ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে আটক করা হয়।

এ বিষয় গােমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন