

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন; ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উপসচিব শরীফুন্নেসা কনা। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও ইদ্রিস আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাবউদ্দিন ও গাজীউদ্দিন,সাবেক অধ্যক্ষ মহসীন আলী ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল,সাবেক শিক্ষার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রহনপুর শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান সহ অন্যরা।
পরে কৃতি শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।