

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংষর্ষে যুবক নিহতের ঘটনায় তোজাম্মেল (৫৫) নামে একব্যক্তি কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সে এজাহারভূক্ত আসামি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল আলিম।
তিনি আরও জানান, মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত: গত সোমবার জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়। তার মধ্যে জয়নাল বুধবার সকালে রামেক হাসপাতালে মারা যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,আটক তোজাম্মেলকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।