

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম দায়িত্বভার গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদের এক সভায় অংশগ্রহনের মধ্যদিয়ে তার পথচলা শুরু হলো। এ উপলক্ষে পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, পুনঃ নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রসঙ্গত:চলতি বছরের ৮মে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৯মে নতুন পরিষদ শপথ গ্রহন করে।