গোমস্তাপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ বাংলা বিভাগের মিলনায়তনে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক কাজী সোহেল আনোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন; গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সেনেটারী পরিদর্শক রেবেকা খাতুন।

বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষক ড.আতিকুর রহমান, প্রভাষক জিন্নুর রহমান, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের মানবাধিকার কর্মী জুয়েল রানা প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন