গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফসলী জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা এ দণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত ব্যক্তি উপজেলার রহনপুর ইউনিয়নে কাজিগ্রামের মাইদুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩৫)।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০এর ৪নং ধারা অনুযায়ী তাকে এ জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.