

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা সভাকক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক পৌর কাউন্সিলার মোজাহার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, বিশিষ্ট মুদি ব্যবসায়ী ফেন্সি ষ্টোরের স্বত্বাধিকারী মুরাদ হাসান, সাবেক ব্রাক কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা।