গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে হিন্দু সম্প্রদায়ের পূর্ণস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনভর মকরমপুর মহাশ্মশান ঘাটে এ পূর্ণশ্নানের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীদের মিলনমেলা পরিনত হয় স্নানস্থল।
রবিবার সকাল থেকে পূর্ণস্নানস্থলে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এতে জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার ধর্মপ্রাণ পূর্ণার্থী শিশু, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে স্নানস্থলের পাশে মহানন্দা নদীর তীরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
এতে প্রসাধনী সামগ্রীসহ হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকানে পূর্ণার্থীদের ভীড় লক্ষ্য করা যায়। পূর্নস্নান শেষে অধিকাংশ পুণ্যার্থী দই-চিঁড়া দিয়ে ভোজ সম্পন্ন করেন। এতে স্নান উৎসবের শেষ হয়।
এছাড়াও স্নানস্থলের পাশে কীর্তন, গীতাপাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মু. আতিকুর রহমান সুমন
Copyright © 2025 চাঁপাই ট্রিবিউন. All rights reserved.