গোমস্তাপুরে সড়কে বেড়েছে মোটরসাইকেল ছিনতাই

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আঞ্চলিক ও গ্রামীন সড়কগুলোতে মোটর সাইকেল ছিনতাই হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জমিতে সেচ দিতে যাওয়া কৃষকরা ছিনতাইকারীদের টার্গেটে পরিনত হচ্ছে।

শুক্রবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সারাইগাছি আঞ্চলিক সড়কে ১৫ দিনের ব্যবধানে আবারো একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইকারীর কবলে পড়া ওই ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে জিনারপুর থেকে দামদিপুর সড়ক দিয়ে জমিতে সেচ দিতে যাওয়ার সময় রাস্তার মাঝে ভেড়াকুড়ি নামক স্থানে ৫/৬ জন ছিনতাইকারী রাস্তায় গাছ কেটে তার গতিরোধ করে।

এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি আমগাছে বেঁধে রেখে ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে সে মুক্ত হয়। এ ঘটনায় শনিবার থানায় সে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, রহনপুর-আড্ডা-সরাইগাছী সড়কে থানা পুলিশের ২টি টিম রাতে টহলে থাকে। তারপরও গ্রামীন সড়কগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিব। ওই কৃষকের অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধারের প্রক্রিয়া চলছে ।

পোস্টটি শেয়ার করুন